বিনা টাকায় চাকরি দেয়ার ঘোষণা পুলিশ সুপারের

প্রকাশ | ০২ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক

ধুনট (বগুড়া) সংবাদদাতা বিনা টাকায় পুলিশে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। শুক্রবার বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজিত ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, 'কিছুদিনের মধ্যে বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। পুলিশে চাকরি নিতে কোনো টাকা লাগবে না। শুধু ১০০ টাকা খরচ করেই যোগ্যতা অনুযায়ী পুলিশের চাকরি মিলবে।' তিনি আরও বলেন, কিছু প্রতারকচক্র পুলিশে চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। এসব প্রতারকদের কারণে অনেক দরিদ্র পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। এসব ঘটনা তদন্ত করে অনেক প্রতারককে গ্রেপ্তারও করা হয়েছে। বিগত দিনেও বিনা টাকায় বগুড়ার মানুষের পুলিশে চাকরি দেয়া হয়েছে এবং দরিদ্রদের মেডিকেল খরচও নিজ উদ্যোগে বহন করেছেন জানিয়ে তিনি আগামীতেও বিনা টাকায় পুলিশে চাকরি দেয়ার ঘোষণা দেন। ধুনট থানা চত্বরে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক প্রমুখ।