বিসিএসে অসদুপায় প্রার্থিতা হারালেন ৪ জন

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে প্রার্থিতা হারিয়েছেন চার চাকরিপ্রত্যাশী। এদের মধ্যে সারোয়ার আলমের (রেজিস্ট্রেশন নম্বর ০৫৬৯৪৬) ৩৮তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি পরের তিন বছর পিএসসির সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দেবাশীষ দাসের (রেজিস্ট্রেশন নম্বর ০৬৫৩৮১) ৩৮তম বিসিএসের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল এবং কাওসারুল হাসান রনি (রেজিস্ট্রেশন নম্বর ৮০০১২৫) ও মোহাম্মদ নুরুল আমীনের (রেজিস্ট্রেশন নম্বর ৮০২০৫৬) ৩৮তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম ভেঙে পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র ব্যবহার এবং অসদুপায় অবলম্বন করায় ওই চারজনকে বহিষ্কার করা হয়েছিল। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন অংশ নেন। এ বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেয়া হবে।