বিইউবিটিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) রডিবেটিং ক্লাব মঙ্গলবার রাজধানীর মিরপুর-২, রূপনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করে। চূড়ান্ত পর্বের বিষয় ছিল 'বর্তমান সরকার দুর্নীতি দমনে অনমনীয়'। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান। বিজ্ঞপ্তি