সংবাদ সংক্ষেপ

বাজারে আসছে উড়ন্ত সাইকেল

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক একের পর এক খবর পাওয়া যাচ্ছে উড়ন্ত বাহনের। প্রযুক্তির উৎকর্ষতায় এ ধরনের যান সহজলভ্যও হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা এবার আবিষ্কার করেছেন উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়েছে। জানা যায়, সাইকেলটি চূড়ান্তভাবে পরীক্ষাতে সফল হয়েছে। তবে এখনই এটি বাজারে আসবে না। আরও কিছু ছোটখাটো পরীক্ষা শেষে কিছুদিনের মধ্যেই এই সাইকেল বাজারে ছাড়া হবে। চেক রিপাবলিকের তিনটি সংস্থা মিলে বিশ্বের এই প্রথম উড়ন্ত বাইসাইকেল বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও তা আসতে এখনো বছরখানেক সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।