কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয় মঙ্গলবার পরিদর্শন করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি অধিদপ্তরের কার্যাবলি, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, অর্জন, সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে সম্পাদনযোগ্য বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। মন্ত্রী ও সচিব মহোদয় অধিদপ্তরের কার্যাবলির প্রশংসা করেন। পাশাপাশি সাপস্নাই চেইন উন্নয়ন, কৃষি পণ্যের বিপণন সংক্রান্ত গবেষণা জোরদারকরণ, অবকাঠামো উন্নয়ন, কৃষি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধিকরণ, আরও বেশি বিপণন তথ্য সংগ্রহ, সংকলন ও গবেষণার ওপর জোর দেয়ার পরামর্শ দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি