'বাংলাদেশে পরমাণু শক্তির বর্তমান অবস্থা এবং উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পারমাণবিক শক্তির বর্তমান প্রেক্ষাপটের উন্নয়ন এবং দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোকপাত করতে বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 'বাংলাদেশে পরমাণু শক্তির বর্তমান অবস্থা এবং উন্নয়ন' শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের পারমাণবিক শক্তির বিকাশ ও উন্নয়নে বর্তমান সরকারের সুদূরপ্রসারী ও সুষ্ঠু পরিকল্পনার কথা তুলে ধরেন। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে দক্ষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এই সেমিনার আয়োজনের জন্য নিউক্লিয়ার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ। এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে বাংলাদেশের পারমাণবিক শক্তি ও অবকাঠামোর বর্তমান অবস্থা ও অগ্রগতি বিষয়ক আমন্ত্রিত বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ড. মো. শৌকত আকরব, প্রকল্প পরিচালক, রুপপুর পারমাণবিক বিদু্যৎকেন্দ্র স্থাপন প্রকল্প। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আখতার শাহিদ, মুখ্য সমন্বয়ক, এন এসপিসি, 'বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা' বিষয়ে বক্তব্য রাখেন। 'বাংলাদেশের পামাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা' বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের বিশিষ্ট পরমাণু প্রকৌশলী শাহাদাত হোসাইন। সেমিনারে উপস্থিত সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট প্রকৌশলী এম আলি জুলকারনাইন। নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল মো. রোশায়দুল মাওলা অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন। আইএসপিআর