দেওয়ানগঞ্জ বাজার সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগ

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজার থেকে রাজাপুর ফাজিল মাদ্রাসা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে। এই রাস্তা দিয়ে ১৬টি গ্রামের প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করেন। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই কাঁচা সড়ক দিয়ে মহেষকুড়া, বিরাশি, কুর্শা, চরপাড়া, কাকুরিয়া, রাজাপুর, কয়ারপুর, নরেন্দ্রপুর, ফুলবাড়িয়া, ছালুয়াপাড়া, খারুয়া, খড়িয়া, কোনাবাগাইর, বীরবাগাইর ও টাওয়াইল গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে হাঁটু ও কোমর সমান পানিতে সড়কটি তলিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজার ও তার আশপাশে রয়েছে দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসা, নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা দাখিল মাদ্রাসা। এছাড়া দেওয়ানগঞ্জ বাজারে আছে খারুয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। ইউপি সদস্য মো. ওয়ালিউলস্নাহ বলেন, এ সড়কে চলাচলে জনগণকে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দ্রম্নত পাকা করা জরুরি। খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু জানান, গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করা অত্যন্ত জরুরি। দেওয়ানগঞ্জ বাজার ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। ইতিমধ্যে রাস্তাটি পাকা করার জন্য এমপির সঙ্গে কথা হয়েছে। নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. আবুল খায়ের মিয়া বলেন, স্থানীয় সংসদ সদস্য যদি সড়কটি পাকাকরণের তালিকায় অন্তর্ভুক্তি করেন তবে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন।