রামগঞ্জ সড়কে মৃতু্যফাঁদ

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা
লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌর অভিরামপুর-আউগানখিল পাকা সড়কে বিশালাকার গর্ত এবং কালভার্ড ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে আগত শিক্ষা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। \হরামগঞ্জ পৌর শহর অভিরামপুর-আউগানখিল পাকা সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় বিশালাকার গর্ত সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। সড়ক দিয়ে বিভিন্ন মালবাহী ট্রলি চলাচল করায় কয়েক মাস পূর্বে সড়কে কালভার্ডটি ভেঙে যায়। স্থানীয় ব্যবসায়ী সুমন বলেন, সড়কটি সংস্কার এবং কালভার্ডটি নির্মাণ করতে গ্রামবাসী একাধিকবার জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না। পৌর কাউন্সিলর আব্দুল হান্নান বাবু বলেন, কাউন্সিলর আহসান হাবীব সড়কটি সংস্কার কাজের টেন্ডার পেয়ে ঝড়-বৃষ্টির কারণে কাজ শুরু করেনি। \হকালভার্ডটি কয়েকদিনের মধ্যে নির্মাণ করে দেয়া হবে।