বিশ্ব ইজতেমা ১০ জানুয়ারি, অংশ নেবেন না মাওলানা সাদ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০০:১৬

অনলাইন ডেস্ক

যাযাদি ডেস্ক আগামী জানুয়ারি মাসে দুই পর্বে বিশ্ব ইজতেমা-২০২০ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এবারও দুই পক্ষের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থিদের ও দ্বিতীয় পর্ব মাওলানা সাদপন্থিদের। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উভয়পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ইজতেমা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয়পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে পরে আবার বৈঠক করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুলস্নাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও অন্যরা। কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে এই বৈঠকে আলেমদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান, হাজি সেলিম। মাওলানা সাদ অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মোশাররফ হোসাইন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ। বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশ নিতে পারবেন না। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা ও তার বহুল বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ইজতেমার আগে তিন চিলস্নার সাথীদের বিশেষ 'জোড় ইজতেমা' এবার হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হলেও মাঠে প্রস্তুতের কাজ আলেম-উলামা ও আলমি শুরার অনুসারী সাথীরা করবেন বলে জানা গেছে। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে চলছে। তবে মানুষের বৃদ্ধির কারণে ও যানজটের দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করা হয়। পরবর্তীতে ভারতের বিতর্কিত মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন ভ্রান্তিমূলক বক্তব্যের কারণে তাবলিগ জামাতে বিরোধ দেখা দেয়। ফলে বিরোধকে কেন্দ্র করে গত বছর দুপক্ষের আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের জানুয়ারির ০১ তারিখে সাদ অনুসারীরা মাঠ তৈরির কাজে ব্যস্ত আলেম-উলামা ও আলমি শুরার অনুসারীদের ওপর হামলা করেন এবং পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে গত বছরের ইজতেমায় নিরাপত্তা দ্বিগুণ করা হয়। ২০২০ সালে অনুষ্ঠিতব্য ইজতেমাটি হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা ইমান-আমল ও মননশীলতার চর্চার পাশাপাশি বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে পরিচিত করে তোলে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখে।