ধানের দেশে গানের দেশে

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

রকিবুল ইসলাম
কয়েক টুকরো মেঘ। ওরা আজ ভীষণ ব্যস্ত। ওরা আজ বেড়াতে যাবে। কোথায় যাবে, জানো? ধানের দেশে, গানের দেশে। পিচ্চি দুই টুকরো মেঘ কান্না জুড়েছে। ওরাও যেতে চায়। কিন্তু সে তো অনেক দূরের পথ! এত পথ কি ওরা পাড়ি দিতে পারবে? জানি না বাবা। তোদের এসব পিছেলাগা স্বভাব আর গেল না। বড় সাদা মেঘের টুকরো বলল। পিচ্চি মেঘের টুকরো বলল, আমরা একাই যেতে পারব। আমরা উড়ে উড়ে তোমাদের পিছু পিছু যাব। একদম কোলে নিতে হবে না। ছোট পিচ্চি বলল। বড় মেঘের টুকরো বলল, সে তো অনেক দূরের পথ। এত পথ যেতে পারবি না। এ কথা শুনেই পিচ্চি দুটো ভঁ্যা ভঁ্যা করে কাঁদতে লাগল। দলনেতা বলল, থাক হয়েছে। আর কাঁদতে হবে না। দেখব কেমন উড়তে পারিস! আমি বাপু কাউকে কোলে নিতে পারব না। কোলে নিয়ে উড়তে একদম ভালো লাগে না। পিচ্চি দুটো আনন্দে লাফিয়ে উঠল। ধানের দেশ, গানের দেশের কথা অনেক শুনেছে। কখনো দেখা হয়নি। আজ যেতে পারবে। দেখতে পারবে ধানের দেশ, গানের দেশ। তাই পিচ্চি দুটির আনন্দ আর ধরে না। মেঘের টুকরোগুলো সাজুগুজু করতে লাগল। সাজতে সাজতে বেলা গড়িয়ে যাওয়ার দশা। দলনেতা বলল, কই হলো তোদের? বেলা যে যেতে বসেছে! নতুন দেশে যাচ্ছি। একটু না সাজলে হয়। তাই তো দেরি হচ্ছে। বলল সাদা মেঘের টুকরো। সবাই হাতে হাত ধরে উড়তে শুরু করল। পিচ্চি মেঘের টুকরো দুটোর কী সে আনন্দ! লাফাতে লাফাতে চলল। হেলে-দুলে চলল। সবার আগে আগে চলল। পেছনের বড় মেঘের টুকরোরা ওদের থামাতে পারছে না। ওরা যেন বাতাসের আগে আগে ভাসতে লাগল। উড়তে উড়তে ওরা মাঠ পেরুলো। সাগর পেরোলো। আবার মাঠ পেরোলো। বন পেরোলো। তারপর নদী পেরোলো। এক সময় ওরা পৌঁছে গেল ধানের দেশে, গানের দেশে। হঁ্যা নিচের ওটাই ধানের দেশ গানের দেশ। দলনেতা বলল, এই যে পিচ্চিরা, আমরা এসে গেছি। নিচে তাকিয়ে দেখো। মাঠভরা সোনা রং ধান। চাষিরা ধান কাটছে। গান গাইছে। ওদের মনে আজ কত আনন্দ! সবাই নিচে তাকালো। সত্যিই তো! চাষিভাই মনের আনন্দে ধান কাটছে। কেউ কেউ ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছে। মেঘের টুকরোগুলো আরও এগিয়ে গেল। চাষিদের গ্রাম। বাড়ি বাড়ি ধানের ছড়াছড়ি। কেউ মাড়াই করছে। কেউ ঘরে তুলছে ধানের ডালা। কৃষানি নতুন ধান চুলায় সিদ্ধ করছে। কেউ কেউ ঢেঁকিতে ধান ভানছে। সুর করে গীত গাইছে। মেঘের টুকরোগুলো আরও সামনে এগিয়ে গেল। যেতে যেতে রাত হয়ে গেল। রাতের বেলায়ও কেউ থেমে নেই। গরু দিয়ে ধান মাড়াই চলছে। উঠোনের কোণায় চুলা। চুলার চারপাশে গোল হয়ে বসেছে কৃষানিরা। নতুন ধানের পিঠা তৈরি করছে। ছোট ছোট ছেলেমেয়েরা হইচই করছে। পিচ্চি মেঘের টুকরোরা খুশিতে লাফাতে লাগল। ওদেরও মন চাচ্ছে শিশুদের সঙ্গে খেলতে। দলনেতা ওদের থামিয়ে দিল। খবরদার, তোরা নামতে পারবি না। নিচে নামলে ধোঁয়া হয়ে যাবি। চুপচাপ দেখ। ধানের দেশ গানের দেশের মানুষের আনন্দ উৎসব।