শোক সংবাদ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪৬

অনলাইন ডেস্ক

কাজী আমান নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রবীণ সাংবাদিক কাজী আমান (৮৫) মঙ্গলবার দিবাগত রাতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার নিজ বাড়ি দুপ্তারা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার সকাল ১১টায় তার শ্বশুরবাড়ি দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিলস্নাহসহ সর্বস্তরের মুসলিস্নরা তার জানাজায় অংশগ্রহণ করেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা মোফাজ্জল হোসেন দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন চৌধুরী (৭২) মঙ্গলবার দুপুর ২.৩০টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর খানসামা-চিরিরবন্দর ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন। বুধবার সকাল ১১টায় উপজেলার দুহশুহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে বিএনপির সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া এমপিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খানসামা (দিনাজপুর) সংবাদদাতা