প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

পানি নিরাপদ করতে ব্যবহার করা হয়Ñ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৯:৩৩

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : তিন প্রশ্ন : ২২. তানিসা জানালা দিয়ে দেখল, আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে? উত্তর : জলীয় বাষ্প প্রশ্ন : ২৩. শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটি বিভিন্ন অবস্থায় পরিবতির্ত হয়ে ভ‚পৃষ্ঠ ও বায়ুমÐলে চক্রাকারে আবতির্ত হয়। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী? উত্তর : পানিচক্র প্রশ্ন : ২৪. পানিদূষণের জন্য দায়ী কারণগুলো কী? উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদাথর্ পানিতে মেশা প্রশ্ন : ২৫. পানিদূষণ প্রতিরোধের উপায় কী? উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার প্রশ্ন : ২৬. ময়লা কাপড় কাচার কারণে কী হতে পারে? উত্তর : পানিদূষণ প্রশ্ন : ২৭. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে? উত্তর : পেটের পীড়া প্রশ্ন : ২৮. রনি তার গ্রামে পানিদূষণ বাড়ছে দেখে দূষণ প্রতিরোধের পদক্ষেপ হাতে নেন। রনির দূষণ প্রতিরোধের পদক্ষেপ কী হতে পারে? উত্তর : কীটনাশকের ব্যবহার কমানো প্রশ্ন : ২৯. গনি মিয়া তার গবাদি পশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কী ঘটবে? উত্তর : পানিদূষণ প্রশ্ন : ৩০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুভার্ব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? উত্তর : দূষিত পানি প্রশ্ন : ৩১. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুভার্ব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে? উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানবে প্রশ্ন : ৩২. প্রতিক‚ল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পারো। এ পরিস্থিতি মোকাবেলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে? উত্তর : পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে প্রশ্ন : ৩৩. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূণর্ নিরাপদ করা যায়? উত্তর : থিতানো-ফোটানো প্রশ্ন : ৩৪. ঘূণির্ঝড়ের সময় পানি শোধন করার সবোর্ত্তম উপায় কোনটি? উত্তর : রাসায়নিক পদাথর্ মিশিয়ে প্রশ্ন : ৩৫. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়? উত্তর : ফিটকিরি প্রশ্ন : ৩৬. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নিভর্র করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে? উত্তর : ১৫ মিনিট ফিল্টার করে প্রশ্ন : ৩৭. নিঝুর ভাই ডায়রিয়ায় ভুগছে। তার খাওয়ার জন্য স্যালাইন তৈরিতে নিঝু কোন পানি ব্যবহার করবে? উত্তর : ফোটানো পানি