২১ হাজার কোটি ডলার ক্ষতির মুখে এশিয়া-প্যাসিফিক অর্থনীতি

প্রকাশ | ০৮ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক

চলতি বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে এসঅ্যান্ডপি গেস্নাবাল রেটিংস। গতকাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, নভেল করোনাভাইরাস সংক্রমণে নানামুখী প্রভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে এ অঞ্চলের দেশগুলোর সরকার। ফলে ২০২০ সালে এশিয়া-প্যাসিফিকের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্যে পড়বে, এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে যেতে পারে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। খবর এএফপি।