শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২০, ০০:০০

চট্টগ্রামের সীতাকুন্ডে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দু'শতাধিক অসহায় মানুষ। এতে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান আটকা পড়ে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। শুক্রবার বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকার অসহায় লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। তবে ঘটনার ঘণ্টাখানেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে নিজ এলাকায় ফিরে যায়। বিক্ষোভকারী লোকজন জানান, 'লকডাউনের কারণে আমরা ঘরবন্দি থাকায় কর্মহীন হয়ে পড়েছি। এলাকায় ত্রাণ দেওয়া হলেও অসহায়, হতদরিদ্র ৭০-৮০ পরিবারে কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। দু'তিনদিন ধরে আমরা অনেকটা না খেয়ে রয়েছি। এতে আমরা বাধ্য হয়ে মহাসড়কে উঠে পড়েছি।' ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, এখানে বহিরাগত অনেক পরিবারের বসবাস হওয়ায় সবাইকে একসাথে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে সহসাই সবার ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে