বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানবদেহে করোনার টিকা পরীক্ষা শুরু হচ্ছে যুক্তরাজ্যে

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ২৩ এপ্রিল ২০২০, ০০:০৩

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাসের টিকা আজই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা শুরু হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সংবাদসূত্র : বিবিসি হ্যানকক বলেন, 'সাধারণ সময়ে টিকা তৈরির এ পর্যায়ে পৌঁছাতে বছরের পর বছর লেগে যায়, এবার এখন পর্যন্ত যে কাজ হয়েছে তাতে তিনি গর্বিত।' মানবদেহে টিকার পরীক্ষা সফল হলে এ বছর সেপ্টেম্বরে লাখ লাখ ডোজ টিকা বাজারে ছাড়া সম্ভব বলেই মনে করছেন অক্সফোর্ডের গবেষকরা। অক্সফোর্ডের ভ্যাকসিনোলোজি অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, কার্যকর একটি ভ্যাকসিন তৈরির গবেষণায় সাধারণত ১৮ মাস লেগে যায়। তারপরও তার টিম এখন যে টিকা তৈরি করছে সেটি সেপ্টেম্বরের শুরুর দিকেই ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশা করছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতের এ প্রচেষ্টায় সব ধরনের সহায়তা করার প্রতিশ্রম্নতি দিয়ে এ প্রক্রিয়ার জন্য নতুন করে তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদে করোনাভাইরাসকে হার মানানোর সবচেয়ে ভালো পন্থা হচ্ছে টিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে