মৃতের সংখ্যা কমায় ইউরোপে লকডাউন আরও শিথিল

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসজনিত দৈনিক মৃতের সংখ্যা নিয়মিতভাবে কমতে থাকায় ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ লকডাউন আরও শিথিলের পদক্ষেপ নিয়েছে। সংবাদসূত্র : বিবিসি ইতালিতে দুই মাসের বেশি সময় ধরে লকডাউনের বিধিনিষেধ জারি থাকার পর সোমবার থেকে বার, সেলুনসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ফের খোলার অনুমতি দেওয়া হয়েছে। মার্চে লকডাউনে যাওয়ার পর থেকে রোববার ইতালিতে ১৪৫ জনের মৃতু্যর ঘটনা ঘটেছে। এটি দেশটির দৈনিক মৃতু্যর সর্বোচ্চ সংখ্যা থেকে অনেক কম। মার্চ থেকে সেখানে দৈনিক ৯০০ জনের বেশি লোকের মৃতু্য হয়েছিল। ইতালিতে রেস্তোরাঁ, বার, ক্যাফে, সেলুন ও দোকান খোলার অনুমতি দেওয়া হলেও সামাজিক দূরত্ব বিধি সংক্রান্ত নির্দেশনা মেনে কাজ চালাতে হবে। মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে বিধিনিষেধ শিথিলের পদক্ষেপ নিয়েছে স্পেন। ওইসব এলাকায় এখন থেকে সর্বোচ্চ ১০ জন লোক দলবদ্ধ হয়ে সাক্ষাৎ করতে পারবে। কারণ স্পেনে লকডাউনের বিধিনিষেধ জারির পর থেকে প্রথমবারের মতো দৈনিক মৃতু্য একশর নিচে নেমে এসেছে। তবে ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে, এমন আত্মপ্রসাদে ভুগলে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে।