করোনা মহামারি

আক্রান্তে এক লাখের গন্ডি পেরোল ভারত

দেশটিতে মৃতু্য হয়েছে ৩ হাজার ১৬৩ জনের বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল অর্ধকোটি

প্রকাশ | ২০ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখের গন্ডি পেরিয়েছে। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া কোভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা তিন হাজার ১৬৩ জনে পৌঁছেছে। সংবাদসূত্র : বিবিসি, এনডিটিভি সোমবার মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে পরীক্ষায় আরও লোকজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। জানুয়ারির শেষে ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর চার মাসের মধ্যেই সংখ্যাটি এক লাখ পেরিয়ে গেল। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ২১৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এবং এর মধ্যে ১১টি দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। মার্চের শেষেও ভারতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে ছিল, এরপর এপ্রিলে বাড়তে শুরু করার পর মে মাসের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের বেশি বেড়েছে। সোমবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড হয়। ওই দিন দেশটিতে পাঁচ হাজার ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছিল। এরপর মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হিসাবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৭০ জন নতুন করে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এদের নিয়েই ভারতে আক্রান্তের মোট সংখ্যা লাখ পেরিয়ে যায়। দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র। দেশটির করোনাভাইরাস আক্রান্তের এক-তৃতীয়াংশের বেশি এ রাজ্যটিতে শনাক্ত হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন ও মৃতু্য হয়েছে এক হাজার ২৪৯ জনের। আক্রান্তের সংখ্যায় এরপর যথাক্রমে আছে তামিলনাড়ু, গুজরাট ও দিলিস্ন। তামিনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন, গুজরাটে ১১ হাজার ৭৪৫ জন এবং রাজধানী দিলিস্নতে ১০ হাজার ৫৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮২৫ এবং মৃতু্য হয়েছে ২৪৪ জনের। এ ছাড়া ভারতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল অর্ধকোটি এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি বা ৫০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ এক হাজার ২৮২। এর মধ্যে তিন লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃতু্য হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। জরিপ সংস্থাটির মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মৃতু্য হয়েছে ৯২ হাজারের বেশি। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজার। তৃতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মৃতু্য ২৮ হাজার পার হয়েছে। পঞ্চম স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা প্রায় ২৮ হাজার। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৮। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, 'বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনো মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবে।' অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইনি বলেছেন, করোনা নিয়ে চীনের স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ উদ্বেগে পরিণত হয়েছে। করোনা মহামারির ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকাসহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৭-০৮ সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যে ধরনের সহিংস পরিস্থিতি দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তি হতে পারে। বিশ্ব চাইলে আসন্ন এ সংকট ঠেকাতে পারে, তবে তা করার সময় ফুরিয়ে আসছে। খুব দ্রম্নতই সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে।