সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কনি প্রসেডিন্টে ডােনাল্ড ট্রাম্প
করোনা যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকা সম্মানের :ট্রাম্প যাযাদি ডেস্ক বিশ্বে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য 'সম্মানের বিষয়' বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মঙ্গলবার মন্ত্রিসভার প্রথম বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠক চলাকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'প্রসঙ্গক্রমে যখন আপনারা বলেন, আক্রান্তের সংখ্যায় আমরা শীর্ষে আছি, এর কারণ হলো, অন্য যে কারও চেয়ে বেশি পরীক্ষা করছি আমরা। তাই আমাদের আক্রান্তের সংখ্যা অনেক হলেও আমি এটিকে খারাপ হিসেবে দেখি না, আমি এটিকে বিশেষ সম্মানের সঙ্গে দেখি, একটি ভালো জিনিস হিসেবে দেখি, কারণ এর অর্থ আমাদের পরীক্ষা অনেক ভালো।' তিনি আরও বলেন, 'তাই আমি এটিকে সম্মানের নিদর্শন হিসেবে দেখি। সত্যি, এটি একটি সম্মানের নিদর্শন। এটি পরীক্ষার এবং বহু পেশাদারের করা সব কাজের বড় ধরনের স্বীকৃতি।' বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৫৬৮ জন এবং মৃতের সংখ্যা প্রায় ৯২ হাজার। শনাক্ত হওয়া প্রায় ৩ লাখ আক্রান্ত নিয়ে দ্বিতীয় শীর্ষস্থানে আছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্র এক কোটি ২৬ লাখ করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন করেছে। এক টুইটে রিপাবলিকান এই প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বলেছে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ কোভিড-১৯ রোগী 'নেতৃত্বের সম্পূর্ণ ব্যর্থতার' নিদর্শন। সংবাদসূত্র : বিবিসি