পাকিস্তানে হাজার ছাড়াল করোনায় মৃতু্য

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাসে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ১৭ জনের মৃতু্য হয়েছে। সংবাদসূত্র : ডন গত ১৮ মার্চ পাকিস্তানে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃতু্যর খবর পাওয়া যায়। এরপরই দেশজুড়ে লকডাউন জারি করা হয়। তবে চলতি মাসের শুরুতেই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। বেশ কিছু দোকানপাট এবং ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে। এদিকে, কড়াকড়ি শিথিলের বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, 'আমরা এমন পদক্ষেপ নিয়েছি, কারণ আমাদের দেশের লোকজন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।' তবে ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করার অনুমতি দেওয়া হলেও স্কুল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলছে না। আগামী ১৫ জুলাই পর্যন্ত দেশটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দুই হাজার ১৯৩ জন এবং মারা গেছে ৩২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৮ হাজার ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।