করোনা মহামারি

বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

একদিনে ৮ হাজারের বেশি আক্রান্ত রাশিয়ায় ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম
বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাস সংক্রমণের আকাশচুম্বী উলস্নম্ফনে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। অনেক উন্নত দেশ লকডাউন প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার প্রস্তুতির মাঝে বুধবার একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে বিশ্ব। জাতিসংঘের স্বাস্থ্য-বিষয়ক এই সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড এক লাখ ছয় হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার এই সংক্রমণ এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। সংবাদসূত্র : এএফপি, বিবিসি, রয়টার্স জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম বলেন, 'এই মহামারিতে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।' করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং চীনের পক্ষে কাজ করার অভিযোগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে জাতিসংঘের এই স্বাস্থ্য-বিষয়ক সংস্থাকে থেকে বেরিয়ে যাওয়া এবং স্থায়ীভাবে তহবিল বন্ধের হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন টেড্রোস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, তিনি জবাবদিহিতা করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং এই মহামারি মোকাবিলার প্রক্রিয়ার পর্যালোচনা চালিয়ে যাবেন। একদিনে ৮ হাজারের বেশি আক্রান্ত রাশিয়ায় রাশিয়ায় সময়ের সঙ্গে পালস্না দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা বাড়ছে। দেশটিতে নতুন করে আট হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির 'করোনাভাইরাস রেসপন্স সেন্টার'র সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আট হাজার ৮৪৯ জন। অপরদিকে, ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ১২৭ জন। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে তিন হাজারের বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃতু্যতে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া। ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত এদিকে, ইরানে করোনাভাইরাসে অন্তত ১০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য দিয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে শতাধিক স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে গত এপ্রিলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। তবে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরান। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাত হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি ঈদুল ফিতরের সময় ভ্রমণ এড়ানোর জন্য ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ এড়ানোর জন্যই তিনি এই আহ্বান জানান। পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতরকে ঘিরে ইরানিরা দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। নামাকি বলেছেন, সামাজিক দূরত্বের বিধান না মানা হলে আবারও করোনার নতুন ঢেউ শুরু হতে পারে।