সংক্রমণ বাড়ায় কোরিয়ায় আবারও স্কুল বন্ধ

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পুনরায় চালু হওয়ার কয়েকদিনের মাথায় দক্ষিণ কোরিয়ায় আবারও দুই শতাধিক স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আবারও অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার দিকেই ফিরে যাচ্ছে দেশটি। করোনার সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি এদিকে, বৃহস্পতিবার নতুন করে আরও ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৮ সপ্তাহ আগে সর্বোচ্চ আক্রান্ত ছিল ৭৯ জন। তবে নতুন আক্রান্ত আগের ওই রেকর্ডের চেয়ে কম হলেও উদ্বেগ থেকেই যাচ্ছে। কারণ নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে বেশ কিছু জনবহুল এলাকায়। ফলে সেখানে সংক্রমণ দ্রম্নত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, আরও শতাধিক স্কুল খোলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি কোপাংয়ের জুতা এবং কাপড়ের একটি গুদামের কর্মীদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন। ওই গুদামের কয়েক হাজার কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। দেশটিতে স্বাভাবিক কর্মকান্ডে ফিরতে শুরু করেছিল মানুষ। লোকজন নতুন করে কাজে ফিরেছে। কিন্তু নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে করোনার দ্বিতীয় প্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে।