করোনাভাইরাস স্ত্রীর মতো :ইন্দোনেশিয়ার মন্ত্রী তোপে

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের প্রচেষ্টার সঙ্গে স্ত্রীর ওপর স্বামীর নিয়ন্ত্রণের তুলনা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার আইন, রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। সংবাদসূত্র : বিবিসি জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক অনলাইন অনুষ্ঠানে তার ওই মন্তব্যকে 'লিঙ্গ বৈষম্যমূলক এবং নারীবিদ্বেষী' আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন অধিকারকর্মীসহ নানা পেশার মানুষ। মাহফুদ এমডি ওই অনুষ্ঠানে বলেন, 'গতকাল পাক লুহুত (সমুদ্রসীমা ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী) আমাকে একটি মেমো পাঠিয়েছেন, সেখানে বলা হয়েছে, করোনা আপনার স্ত্রীর মতো। আপনি একে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, অবশেষে বুঝতে পারবেন যে তা সম্ভব না। তারপর এটাকে মানিয়ে নিয়েই জীবনযাপন করতে শিখবেন।' এর সমালোচনা করে ইন্দোনেশিয়ার নারী অধিকার সংগঠন 'সলিডারিটাস পেরেমপুয়ান'র প্রধান নির্বাহী দিনদা নিছা ইউরা বলেন, মাহফুদের ওই মন্তব্যের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের মনের গতানুগতিক লিঙ্গ ও নারী বিদ্বেষই ফুটে উঠেছে। এক বিবৃতিতে তিনি বলেন, একজন মন্ত্রীর এমন মন্তব্যে কোভিড-১৯ মোকাবিলার প্রক্রিয়ায় সরকারের 'অগভীর চিন্তারই' প্রকাশ ঘটেছে। করোনাভাইরাসের সঙ্গে তুলনা করে নারীকে তিনি একটি বস্তু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন।