করোনার ভ্যাকসিন যেন সবার হয় :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ব্রাজিলে একদিনে শনাক্ত ৩৩ হাজার আর রাশিয়ায় ৯ হাজারের বেশি

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সংস্থাটি আহ্বান জানিয়েছে, কোভিড ১৯-এর প্রতিষেধক, ওষুধ বা সংক্রমণ নিয়ন্ত্রণকারী কিছু আবিষ্কার হলে, তা যেন কোনো একটি দেশের কুক্ষিগত না হয়ে এর মালিকানা অনেক দেশের হাতে থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীনসহ একাধিক দেশে করোনাভাইরাসের প্রতিষেধক ও ওষুধের সন্ধানে গবেষণা চলছে। বিশ্বে এমন গবেষণার সংখ্যা ১২৫টির বেশি। দরিদ্র, উন্নয়নশীল কিংবা ছোট দেশগুলোর চিন্তা, ভ্যাকসিন আবিষ্কারের পর তা হাতে পেতে এসব দেশ পেশীর জোর দেখানো শুরু করবে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স জাতিসংঘের সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস শনিবার বলেন, 'কোনো আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্টের (মালিকানা স্বত্ব) ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু মহামারি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা সবার আগে মাথায় রাখা উচিত।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে করোনার সম্ভাব্য যে ১২৫টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে, এর মধ্যে ১০টি মানবদেহে পরীক্ষা করে দেখা হয়েছে। অনেকে বলছেন, সেপ্টেম্বর কিংবা বছরের শেষ নাগাদ তা প্রস্তুত হবে। এদিকে, লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে বহু দেশ। অনেক দেশে তা তুলেও নেওয়া হয়েছে। অধিকাংশ দেশের অর্থনীতি এখন ধুঁকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন আর্থিক মন্দার মুখে কখনো পড়েনি। তাই ইতালি, স্পেনের পর লকডাউন শিথিল হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। ব্রাজিলে একদিনে শনাক্ত ৩৩ হাজার ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার দেশটিতে ৩৩ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৯৫৬ জন। সব মিলিয়ে ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার। মৃতু্যর সংখ্যা বিচারে ব্রাজিলের অবস্থান বিশ্বে চতুর্থ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরই তাদের অবস্থান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও সেখানে লকডাউন শিথিল করার চিন্তা-ভাবনা করছে ডানপন্থি সরকার। রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি করোনা শনাক্ত এদিকে, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত রাশিয়ায় মৃতু্যর সংখ্যা প্রায় পাঁচ হাজার। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১৩৮ জনের মৃতু্য হয়েছে। চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। দেশটিতে গত জানুয়ারিতে প্রথম করোনা শনাক্ত হয়। চীনে করোনার সংক্রমণ ধরা পড়ার পরপরই সচেতন হয়ে যায় মস্কো। ৩০ জানুয়ারি চীনের সঙ্গে দুই হাজার ৬০০ মাইলের সীমান্ত বন্ধ করে দেয় তারা। মুহূর্তেই 'কোয়ারেন্টিন জোন' গড়ে তোলে পুতিন সরকার।