সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
নিহত রমিনা আশরাফি
অপরাধ ভালোবাসা ইরানে মেয়ের শিরশ্ছেদ করলেন বাবা ইরানে ১৪ বছরের এক কিশোরীকে হত্যা করেছেন তার বাবা। ভালোবাসার মানুষকে পালিয়ে বিয়ে করার কারণে গত ২১ মে নিজ সন্তান রমিনা আশরাফির শিরশ্ছেদ করেন তার বাবা রেজা আশরাফি। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে ইরানজুড়ে। উলেস্নখ্য, ইরানের আইন অনুযায়ী ১৩ বছর বয়সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়। রমিনার বাড়ি তেহরান থেকে প্রায় ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের কাউন্টি তালেশের শহরে। ৩৪ বছর বয়সি এক তরুণকে ভালোবাসত সে। তবে পরিবার তাদের বিয়ে দিতে রাজি না হওয়ায় মে মাসের মাঝামাঝি সেই ছেলের হাত ধরে পালিয়ে যায় রমিনা। পাঁচ দিনের মাথায় তার সন্ধান মেলে। পুলিশ রমিনাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়; যদিও সে বারবার তাকে বাড়ি না পাঠানোর আকুতি জানায়। বাড়িতে গেলে তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রমিনা। কিন্তু তার অনুরোধে সাড়া দেয়নি পুলিশ। ক্ষমা করে দেওয়া হয়েছে জানিয়েই বাবা রেজা আশরাফি তাকে গ্রহণ করেন। ২১ মে রমিনা যখন তার ঘরে ঘুমাচ্ছিল, বাবা একটি কাস্তে নিয়ে ঢুকে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় ঘাতক বাবা অপরাধ স্বীকার করেছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। ইরানের আইন অনুযায়ী, কথিত 'অনার কিলিংয়ে' বা কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে তিন থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড দেওয়ার নিয়ম রয়েছে সেখানে। সংবাদসূত্র : সিএনএন, গার্ডিয়ান আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে যাযাদি ডেস্ক আড়াই মাস পর ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ড খুলে দেওয়া হয়েছে। রোববার মুসলিস্ন ও দর্শনার্থীদের জন্য ইসলামের তৃতীয় পবিত্রতম এ স্থাপনাটি খুলে দেওয়া হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে আড়াই মাস ধরে মসজিদটি বন্ধ ছিল। তবে এখন খুলে দেওয়া হলেও সংক্রমণ মোকাবিলায় কিছু বাড়তি সতর্কতা জারি করেছে মসজিদটির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে মসজিদ বন্ধ থাকায় রমজানেও সেখানে নামাজ আদায়ের সুযোগ পাননি মুসলিস্নরা। জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, 'মসজিদটি খুলে দেওয়ার পর মনে হচ্ছে আমি আবারও শ্বাস নিতে পারছি।' মাস্ক পরিহিত হিশাম ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকতে পেরে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, তার চোখ দিয়ে পানি ঝরছিল। সংবাদসূত্র : রয়টার্স কাবুলে বোমায় নিহত সাংবাদিকসহ ২ যাযাদি ডেস্ক আফগানিস্তানের একটি টেলিভিশন স্টেশনের কর্মীদের বহনকারী মাইক্রোবাসে বোমা বিস্ফোরণে একজন সাংবাদিক ও গাড়িটির চালক নিহত হয়েছেন। শনিবার রাজধানী কাবুলের এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে 'খুরশিদ' টেলিভিশনের পরিচালক জানিয়েছেন। খুরশিদ টেলিভিশনের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা প্রতিষ্ঠানটির মাইক্রোবাসটিতে চুম্বকের সাহায্যে একটি বোমা স্থাপন করা হয়েছিল, প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সংবাদসূত্র : রয়টার্স