করোনা চিকিৎসায় রাশিয়ার ওষুধে 'সাফল্য'

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের বিরুদ্ধে একটি ওষুধ ব্যবহার করে আশাতীত ফল পাওয়া গেছে বলে দাবি করেছে রাশিয়া। চলতি মাসেই আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার শুরু করবে দেশটি। সংবাদসূত্র : সিএনবিসি প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, 'অ্যাভিফ্যাভি' নামের ওই ওষুধটি ব্যবহারে রোগীদের ক্ষেত্রে আশাতীত সাফল্য এসেছে। এটি খুব কম সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে। রুশ সরকার জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে বর্তমানে ৩৩০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করা হবে। আগামী ১১ জুন থেকে এই ওষুধ দিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করবে রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ীভাবে কোভিড-১৯ এর চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। 'রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড' (আরডিআইএফ) এবং 'চেমরার গ্রম্নপ' যৌথভাবে এই ওষুধ উৎপাদন করেছে। বলা হচ্ছে, ফ্লু'র ক্ষেত্রে ব্যবহৃত অ্যাভিগান ওষুধের পরবর্তিত সংস্করণ এটি। ২০১৪ সালে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অ্যাভিগানের ব্যবহার শুরু করে জাপান। করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যাভিগানের কিছু পরিবর্তনের মাধ্যমে অ্যাভিফ্যাভি তৈরি করেছে রাশিয়া।