ভারতে মৃতু্য ৬ হাজার ছাড়াল

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত ২৬০ জনের মৃতু্য হয়েছে। এদের সহ প্রাণঘাতী ভাইরাসটি দেশটির ৬ হাজার ৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সংবাদসূত্র :এবিপি নিউজ একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৩০৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়ায় দেশটিতে এখন শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৬ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে। লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই দেশটিতে সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে। ভারতের মধ্যে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে কোভিড-১৯ এ মৃতু্য আড়াই হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাস গুজরাটে এক হাজার ১২২, দিলিস্নতে ৬০৬, মধ্যপ্রদেশে ৩৭১, পশ্চিমবঙ্গের ৩৪৫, রাজস্থানে ২০৯ ও তামিলনাড়ুতে ২০৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তের সংখ্যায়ও মহারাষ্ট্র ভারতের রাজ্যগুলোর মধ্যে সবার উপরে। এরই মধ্যে রাজ্যটিতে ৭৪ হাজার ৮৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তালিকায় এরপর আছে দিলিস্ন, তামিলনাডু, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও আসামের নাম।