সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফ্লয়েড হত্যার প্রতিবাদে সরব ট্রাম্পকন্যা যাযাদি ডেস্ক পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে দেশটিতে চলমান বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। শুধু টিফানি নন, তার মা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কালো স্ক্রিনের ছবি পোস্ট করেছেন। গত সোমবার দিনভর বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপরই নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট দেন টিফানি। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে #বস্ন্যাকআউটটুয়েসডে হ্যাশট্যাগটি জনপ্রিয় হয়ে উঠছে। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে তা ব্যবহার করা হচ্ছে। বিক্ষোভের সমর্থনে একটি কালো স্ক্রিনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা হচ্ছে। সেই ছবি ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করে ট্রাম্পের ২৬ বছর বয়সি মেয়ে টিফানি ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, 'একা একা আমরা ছোট কিছু অর্জন করতে পারি; আর একসঙ্গে অর্জন করতে পারি অনেক কিছু।' সংবাদসূত্র :এনডিটিভি \হ যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত যাযাদি ডেস্ক যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন। গত বুধবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার করা হলে করোনা পজিটিভ ধরা পড়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য রাখার সময় তাকে ক্রমাগত ঘামতে দেখা গেছে। সে সময় তিনি একটি রুমাল দিয়ে বারবার তার কপাল, নাক এবং মুখ মুছতে থাকেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা অসুস্থ বোধ করেন। এরপরেই তার শারীরিক পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ শীর্ষ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। বরিস জনসনকে টানা তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে। জীবন-মৃতু্যর লড়াইয়ে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন প্রধানমন্ত্রী জনসন। এদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মারা গেছে ৩৯ হাজার ৭২৮ জন। এছাড়া ১ হাজার ৫৫৯ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। সংবাদসূত্র :ডেইলি মেইল ব্রাজিলে পরীক্ষা চালাবে অক্সফোর্ড যাযাদি ডেস্ক যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল হবে ব্রাজিলে। সেখানে চলতি মাসেই শুরু হবে এ কার্যক্রম। ব্রাজিলের স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা অ্যানভিসা ও ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলো (ইউনিফেস্প) এ তথ্য নিশ্চিত করেছে। ইউনিফেস্প জানিয়েছে, গত মঙ্গলবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে ব্রাজিলে তাদের ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে অ্যানভিসা। এ পরীক্ষায় অন্তত দুই হাজার মানুষ অংশ নেবেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে এ কার্যক্রম। ব্রাজিলে এ গবেষণায় নেতৃত্ব দেবেন ইউনিফেস্পের রেফারেন্স সেন্টার ফর স্পেশ্যাল ইমিউনোবায়োলজিক্যালসের (সিআরআইই) সমন্বয়ক লিলি ইন ওয়েক্স। তিনি বলেন, 'এই মুহূর্তে গবেষণাটি চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংক্রমণ যখন বাড়তে থাকে তখন পরীক্ষার ফলাফল আরও জোরালো হয়।' বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ব্রাজিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৮৪ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩২ হাজার ৫৪৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৮ হাজার ৬১৭ জন। সংবাদসূত্র : এএফপি মেরু অঞ্চলে জরুরি অবস্থা জারি যাযাদি ডেস্ক রাশিয়ায় মেরুবৃত্তের ভেতর থাকা একটি নদীতে ২০ হাজার টন তেল ছড়িয়ে পড়ার পর সাইবেরিয়ার সংশ্লিষ্ট অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। শুক্রবার সাইবেরিয়ার শহর নারিস্কের কাছে একটি বিদু্যৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক ধসে পড়ার পর নদীতে তেল ছড়ানো শুরু হয়। দুই দিন যাওয়ার পর কর্মকর্তারা এ ঘটনাটি জানতে পারেন, এমনটি জেনে রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে বিদু্যৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক ধসে পড়েছে, সেটি বিশ্বের শীর্ষস্থানীয় নিকেল ও পালাডিয়াম উৎপাদনকারী কোম্পানি নারিস্ক নিকেলের সহযোগী একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। সংবাদসূত্র :বিবিসি