জুনেই সীমান্ত খুলে দিতে চায় ইইউ

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশকে চলতি মাসের মধ্যেই নিজেদের মধ্যকার সীমান্ত উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। জুনের শেষে হলেও দেশগুলোর বাসিন্দারা যেন জোটভুক্ত এলাকায় পাসপোর্ট ছাড়া চলাচল শুরু করতে পারে, তা নিশ্চিতে অভ্যন্তরীণ সীমানায় বিভিন্ন দেশের দেওয়া বিধিনিষেধ তুলে নিতেও বলেছে তারা। ইউরোপজুড়ে করোনাভাইরাসজনিত পরিস্থিতির 'দ্রম্নত উন্নতি হচ্ছে' দাবি করে সদস্য দেশগুলোর উদ্দেশে কমিশন এ আহ্বান জানিয়েছে। ইউরোপিয়ান কমিশনের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত কমিশনার ইলভা জোহানসন বলেন, 'অভ্যন্তরীণ সীমান্তগুলোতে দেওয়া বিধিনিষেধ ও চেকিং প্রত্যাহারের কাছাকাছি সময়ে চলে এসেছি আমরা।' ইইউভুক্ত কিছু দেশ এরই মধ্যে সীমান্তে বিধিনিষেধ শিথিল করায় সন্তুষ্টি প্রকাশ করে জোটের সব দেশের মধ্যকার সীমান্ত খুলে দেয়ার জন্য 'জুনের শেষ দিক' ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদসূত্র : বিবিসি