ভারতের প্রতিরক্ষা সচিব আক্রান্ত

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আক্রান্ত এ কর্মকর্তা এখন কোয়ারেন্টিনে আছেন; তার অবস্থা স্থিতিশীল। সচিবের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাড়ি থেকেই মন্ত্রণালয়ের কাজ সামলাচ্ছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তবে রাজনাথের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তে কোনো পরীক্ষা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে দিলিস্ন ও মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আক্রান্ত-মৃতু্যর সংখ্যা লাফিয়ে বাড়ছে। অজয়ের আগে ভারতের অর্থ মন্ত্রণালয়ের চার কর্মীর দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছিল। সংবাদসূত্র : রয়টার্স