ট্রাম্পের ভিডিও 'ডিজেবল' করেছে টুইটার-ফেসবুক

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পুলিশি নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিও 'ডিজেবল' (মুছে ফেলা) করে দিয়েছে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। কপিরাইটের অভিযোগ এনে তারা এই পদক্ষেপ নিয়েছে। সংবাদসূত্র : রয়টার্স ক্লিপে ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতার কিছু খন্ড খন্ড ছবি ও ভিডিও দেখা গেছে। আর ব্যাকগ্রাউন্ডে কথা বলছেন ট্রাম্প। তবে কোন্‌ ছবি বা ভিডিও কপিরাইট আইন ভঙ্গ করেছে, তা স্পষ্ট নয়। অবশ্য ক্যালিফোর্নিয়ার আইনজীবী স্যাম কুলাক 'পলিটিকো'কে জানিয়েছেন, তার ফার্ম টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের কাছে কপিরাইট সংক্রান্ত অভিযোগ করেছে। ভিডিও অপসারণের পর ট্রাম্প প্রতিক্রিয়ায় লিখেছেন, 'তারা প্রগতিবাদী বামপন্থী ডেমোক্রেটদের হয়ে কঠিন লড়াই করছে, একপেশে লড়াই। অবৈধ।' টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসে পাল্টা জবাবে লিখেছেন, 'যা বলছেন সত্যি নয়, আর এটা অবৈধ নয়। কারণ কপিরাইট ভঙ্গের অভিযোগ এসেছে।' সপ্তাহখানেক আগে দুটি পোস্ট নিয়ে টুইটারের সতর্কবার্তা পাঠানোর পর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বেশ কিছু আইনি সুরক্ষা প্রত্যাহারের লক্ষ্যে ফেসবুক ও টুইটারসহ সামাজিক মাধ্যমের বিরুদ্ধে এক নির্বাহী আদেশে সই করেন।