ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও সাড়ে ১৯ হাজার

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে করোনা সংক্রমণের হার কোনোভাবেই কমছে না। দেশটিতে প্রতিদিনই তৈরি হচ্ছে আক্রান্তের নতুন রেকর্ড। ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংবাদসূত্র : এবিপি নিউজ দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। কোভিড-১৯ আক্রান্ত বাড়ার সঙ্গে পালস্না দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮০ জনের মৃতু্য হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১৬ হাজার ৪৭৫ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে সাত হাজার ৪২৯ জন মারা গেছে শুধু মহারাষ্ট্রেই। করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে ওপরেও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছে। এরপরই দিলিস্ন ও তামিলনাড়ু। ভারতের রাজধানী দিলিস্নতে দুই হাজার ৬২৩ জনের মৃতু্য হয়েছে। তৃতীয় স্থানে থাকা গুজরাটে এক হাজার ৮০৮ জনের প্রাণ গেছে করোনায়। এছাড়াও তামিলনাড়ুতে মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জন।