একদিনে সর্বোচ্চ সংক্রমণ যুক্তরাষ্ট্রে

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে আরও ৪৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। খুব শিগগিরই আক্রান্তের সংখ্যা এর দ্বিগুণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন এ দিন রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও অ্যারিজোনা। এই তিনটি রাজ্য যুক্তরাষ্ট্রে মহামারির নতুন 'উপকেন্দ্র' হিসেবে আভির্ভূত হয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটিকে দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ড. অ্যান্থনি ফাউচি বলেন, 'পরিষ্কারভাবে আমরা এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। আমি অত্যন্ত উদ্বিগ্ন, কারণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।' তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'ভাইরাসের পুনরুত্থান রোধে দেশব্যাপী উদ্যোগ নেয়া না হলে দৈনিক নতুন রোগী বৃদ্ধির সংখ্যা এক লাখে পৌঁছে যেতে পারে। যে এলাকাগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে শুধু সেখানেই মনোযোগ দিলেই হবে না, এটি পুরো দেশকে ঝুঁকির মুখে ফেলছে।'