উজ্জ্বল সাফল্য দাবি

করোনা ঠেকিয়ে দিয়েছে উত্তর কোরিয়া :উন

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজনৈতিক বৈঠকে কিম জং-উন
কোভিড-১৯ বিশ্বের ২১৩টি দেশে থাবা বসালেও উত্তর কোরিয়ায় আঁচড়ও কাটতে পারেনি। করোনায় কেউ আক্রান্ত হয়নি বলে দাবি করেছে দেশটি। যদিও বিশ্লেষকদের তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপাতদৃষ্টিতে এই প্রাণঘাতী ভাইরাসকে ঠেকিয়ে দেশের 'উজ্জ্বল সাফল্যের' প্রশংসা করেছেন শীর্ষ নেতা কিম জং-উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স রাজনৈতিক এক বৈঠক শেষে উন বলেছেন, দেশ 'মারাত্মক ভাইরাসটির অনধিকার প্রবেশ ঠেকিয়ে দিয়েছে এবং স্থিতিশীল পরিস্থিতি ধরে রেখেছে।' ছয় মাস আগে বিশ্বকে যখন করোনা গ্রাস করছিল, তখনই উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয় এবং হাজার হাজার লোককে আইসোলেশনে থাকতে বাধ্য করে। ছয় মাস আগে জাতীয় মহামারি নিরোধ কর্মসূচির বিস্তারিত তথ্য বৃহস্পতিবার তুলে ধরেন উন। তিনি বলেন, 'ভাইরাস নিয়ন্ত্রণে সাফল্য অর্জন হয়েছে পার্টির সেন্ট্রাল কমিটির দূরদর্শী নেতৃত্বের কারণে।' প্রতিবেশী দেশগুলোতে এখনো ভাইরাসের ?উপস্থিতি থাকায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা 'লড়াই শিথিল না করে সর্বোচ্চ সতর্কতা' বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। কেসিএনএ শুক্রবার এক প্রতিবেদনে লিখেছে, 'তিনি বারবার সতর্ক করে দিয়েছেন, মহামারি প্রতিরোধী পদক্ষেপে একটুও শৈথিল্য আনলে তা হতে পারে অকল্পনীয় ও অপূরণীয় সংকটের কারণ।' জানুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়া দ্রম্নত ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সীমান্ত বন্ধ করার পাশাপাশি বিদেশিদের রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টাইনে পাঠায়। দেশের নাগরিকদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্কুল বন্ধ করে দেয়। এখন স্কুল খুললেও জনসমাবেশ নিষিদ্ধ। এছাড়া জনসমাগম হয়, এমন জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উত্তর কোরীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ১ জুলাই প্রতিবেদনে জানায়। জাতিসংঘের এই সংস্থা জানায়, দেশটিতে মাত্র ৯২২ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং সবার নেগেটিভ এসেছে। করোনার উৎপত্তিস্থল চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত হলেও উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও আক্রান্ত না হওয়া বেশ বিস্ময়কর। অবশ্য দেশটি তাদের কোনো খবরই বাইরে প্রকাশ করে না।