সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এদুয়ার্দো ফিলিপ
পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী যাযাদি ডেস্ক প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপের নেতৃত্বে ফরাসি সরকার শুক্রবার তার পদত্যাগপত্র জমা দিয়েছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তা গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার সরকারি বাসভবন 'এলিসি প্রাসাদ'। শুক্রবার এ বিষয়ে কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিবৃতি দিলেও পদত্যাগের কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাখোঁর মন্ত্রিপরিষদ ঢেলে সাজানোর পথ পরিষ্কার করতেই সরে গেলেন ফিলিপ। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে শেষ দুই বছর নতুন উদ্যোমে কাজ করতে চান বলে কদিন আগে জানিয়েছিলেন ম্যাখোঁ। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠন না হওয়া পর্যন্ত ফিলিপ দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। অবশ্য পরে তারা জানায় 'কয়েক ঘণ্টার' মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। তবে আগামী বুধবারের আগে মন্ত্রিসভা রদবদলসহ নতুন প্রধানমন্ত্রীর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করছে ফ্রান্সের রাজনৈতিক মহল। ফরাসি সরকারের মন্ত্রিপরিষদে রদবদল হওয়া স্বাভাবিক ঘটনা। পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময় যেতে ফরাসি প্রেসিডেন্ট তার মন্ত্রিপরিষদে বদল আনেন। অবশ্য নতুন মন্ত্রিপরিষদে আবারও ফিলিপকে প্রধামন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছিলেন, করোনাভাইরাস দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তা সামলে উঠতে নতুন মন্ত্রিপরিষদ গঠনের ইঙ্গিত দেন। তারই প্রতিফলন হলো ফিলিপের পদত্যাগের মধ্যে দিয়ে। সংবাদসূত্র : বিবিসি \হ রুশ প্রতিরক্ষার ওপর নিষেধাজ্ঞার আহ্বান যাযাদি ডেস্ক মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার জন্য তালেবানকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া- এমন খবর প্রকাশ হওয়ার পর ন্যান্সি পেলোসি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন। অবশ্য ন্যান্সি পেলোসির আহ্বানের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সোমবার জোরালভাবে বলে, তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে, সে ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নেই। পেন্টাগন বলেছে, আফগানিস্তানে আমেরিকার সেনা হত্যা করার জন্য রাশিয়া তালেবানকে অর্থ যোগান দিচ্ছে, বলে যে খবর বেরিয়েছে, সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারছে না। পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'রাশিয়া তালেবানকে অর্থ দিচ্ছে বলে কোনো তথ্য আমাকে জানানো হয়নি।' ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন পেলোসি। তিনি বলেন, এ বিষয়ে ট্রাম্প ব্যর্থতার পারিচয় দিয়েছেন। সংবাদসূত্র : পার্স টুডে