সংবিধান সংশোধন

২০৩৬ সাল পর্যন্ত মসনদে থাকার ফরমানে সই পুতিনের

রাশিয়ার মানুষ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে :পুতিন শনিবার থেকেই কার্যকর হয়েছে :ক্রেমলিন

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০৩৬ সাল পর্যন্ত মসনদে থাকার সুযোগ-সংবলিত ডিক্রি বা ফরমানে সই করেছেন ভস্নাদিমির পুতিন। সংবিধান সংশোধনের গণভোটের পক্ষে রায় আসার পর তিনি শুক্রবার ওই ডিক্রিতে স্বাক্ষর করায় এটি এখন আইনে রূপান্তরিত হলো। গত বুধবার শেষ হওয়া গণভোটে সংবিধান সংশোধনীর পক্ষে ভোট দেয় দেশটির ৭৮ শতাংশ নাগরিক। সংবাদসূত্র :এএফপি, রয়টার্স রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, 'রাশিয়ার মানুষ জাতিগতভাবে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষ নিজেদের হৃদয় দিয়ে এই পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল।' প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন ওই গণভোটকে পুতিনের 'বিশাল' বিজয় হিসেবে উলেস্নখ করলেও বিরোধীরা একে 'অবৈধ' নির্বাচন বলে মন্তব্য করেছে। তাদের মতে, আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্যই পুতিন এমন ভোটের আশ্রয় নিয়েছেন। এর আগে গত ১ জুলাই ভোটের নির্ধারিত দিন থাকলেও করোনার কারণে আগের সপ্তাহজুড়ে ম্যারাথন ভোট গ্রহণ করা হয়। এরপর বৃহস্পতিবার রুশ নির্বাচনী কর্মকর্তারা জানান, দেশটির মোট ৬৪ শতাংশ ভোটার তাদের ভোটদান করেছেন। এর মধ্যে সংবিধান সংশোধনের পক্ষে ৭৭.৯ ভাগ ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২১.৩ শতাংশ। এ রায়ের ফলে পুতিন সরকার সংবিধান সংশোধন করার অনুমোদন পেল, যাতে প্রেসিডেন্টের মেয়াদের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। পুতিনের বর্তমান ক্ষমতার মেয়াদ এমনিতেই আগামী ২০২৪ সাল পর্যন্ত রয়েছে। এই গণভোটের রায়ের ফলে ছয় বছর করে আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে পুতিনের। নির্বাচনে জয়ী হলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত অনায়াসে ক্ষমতায় থাকছেন ৬৭ বছরের পুতিন। গত ২০ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন এই নেতা। নতুন সংবিধান সংশোধনের প্রস্তাবে সমকামী বিবাহকে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক আইনের ওপর রাশিয়ার আইনের আধিপত্য এবং রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ টানা দুইবার ছয় বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। গণভোটের আগেই রাশিয়ার পার্লামেন্টে পাস হয় এই সংশোধনী প্রস্তাব। সাংবিধানিক পরিবর্তন শনিবার থেকেই কার্যকর :ক্রেমলিন এদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, ২০৩৬ সাল পর্যন্ত ভস্নাদিমির পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে, তা শনিবারই থেকে কার্যকর করা হবে। রাশিয়ায় যে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে তাতে প্রেসিডেন্ট পুতিন আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন। তবে এজন্য তাকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে। এর আগের নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পুতিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বৈধতা ছিল না। কিন্তু সাংবিধানিক পরিবর্তন আনার ফলে ৬৭ বছর বয়সি পুতিন আরও দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।