করোনা :ভারতে একদিনেই আক্রান্ত ২২ হাজারের বেশি

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৩১৫। সংবাদসূত্র :এনডিটিভি, এএনআই গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের রেকর্ড হয়েছে। একদিনেই নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৭১ জন এবং মারা গেছে ৪৪২ জন। ফলে এখন পর্যন্ত ভারতে মোট মৃতু্য হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের। তবে ভারতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তিন লাখ ৯৪ হাজার ২২৭ জন। অর্থাৎ, সুস্থতার হার ৬০ দশমিক ৮০ শতাংশ। বর্তমানে দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৪৩৩টি। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৯২ হাজার ৯৯০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ওই রাজ্যে ১৯৮ রোগীর মৃতু্য হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত মৃতু্য হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের। করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ু।