এবার রাশিয়ার শহরের মালিকানা দাবি চীনের

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
লাদাখ ভূখন্ডের মালিকানা নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে চীন। এমন পরিস্থিতির মধ্যেই এবার রাশিয়ার ভস্নাদিভোস্তক শহরের মালিকানা দাবি করেছে চীন। তবে এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। এ ঘটনাকে 'বিপদ ডেকে আনা' হিসেবে উলেস্নখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদসূত্র : টাইমস নাউ গত শুক্রবার ভস্নাদিভোস্তক শহরের ১৬০তম বর্ষপূর্তিতে চীনা মাইক্রোবস্নগিং ওয়েবসাইট 'উইবো'তে অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করা হয়। চীনে রুশ দূতাবাসের ওই ভিডিও নিয়ে আপত্তি তুলেছেন চীনা কূটনীতিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। তাদের দাবি, ভস্নাদিভোস্তক শহরের আদি নাম ছিল 'হাইশেনওয়াই'। কুইং সাম্রাজ্যের আমলে এই শহরটি চীনের অংশ ছিল। ইউরোপে শিল্প বিপস্নব ঘটায় শুরু হয় উপনিবেশ স্থাপনের লড়াই। ফলে বিশ্ব মানচিত্রে ঘটে যায় বড়সড় রদবদল। চীন দখল করতে লড়াই শুরু করে যুক্তরাজ্য ও ফ্রান্স। দ্বিতীয় আফিম যুদ্ধে চীনের পরাজয়ের পর ১৮৬০ সালে ভস্নাদিভোস্তক শহর দখল করে নেয় রাশিয়া। চীনের সরকারি সংবাদমাধ্যমের এক সংবাদকর্মী শেন শিওয়েই বলেন, '১৮৬০ সালে ভস্নাদিভোস্তক শহরে সামরিক বন্দর তৈরি করে রাশিয়া। কিন্তু শহরটি আসলে হাইশেনওয়াই। অসম বেইজিং চুক্তির ফলে শহরটি হাতিয়ে নেয় রাশিয়া।'