মাস্ক, সামাজিক দূরত্ববিধিসহ খুলছে তাজমহল

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস লকডাউনে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে ফের খুলে দেওয়া হচ্ছে ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহল। সপ্তদশ শতকের এ মুঘল স্থাপত্যটির দরজা আজ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সংবাদসূত্র : রয়টার্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের অবশ্যই সর্বক্ষণ মাস্ক পরতে হবে, পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় এবং তাজমহলের চকচকে মার্বেল পাথরের পৃষ্ঠে হাত রাখা থেকে বিরত থাকতে হবে। দৈনিক মাত্র পাঁচ হাজার দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এদের দুই দলে ভাগ করে ঢুকতে দেওয়া হবে। স্বাভাবিক সময়ে পর্যটনের সর্বোচ্চ মৌসুমে তাজমহল দেখতে দৈনিক প্রায় ৮০ হাজার লোক জড়ো হয়, সে তুলনায় এ সংখ্যা অনেক কম। ২২ বছরের নির্মাণ কাজের মধ্যে দিয়ে মুঘল সম্রাট শাহজাহান মৃত স্ত্রীর সমাধি হিসেবে এ স্মৃতিসৌধ গড়ে তুলেছিলেন, যার নান্দনিক সৌন্দর্য আজও মানুষকে বিমোহিত করে। কর্তৃপক্ষ তাজমহলের পাশাপাশি দিলিস্নর ঐতিহাসিক লাল কেলস্নাসহ অন্য স্থাপনাগুলোও খুলে দিচ্ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তখনই কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নিচ্ছে।