জালালাবাদ অ্যাসোসিয়েশনের একক প্রচেষ্টা চার্টার্ড ফ্লাইটে ফ্রান্সে ফিরলেন ১৫০ বাংলাদেশি

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় আটকে পড়া ১৫০ বাংলাদেশিকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের একক প্রচেষ্টায়। গত শনিবার ভোর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় রোববার দুপুর ১টা ৪০ মিনিটে প্যারিসের চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভাইস চ্যান্সেলর মাহবুবুর রহমান, দূতাবাস কর্মকর্তা আবুল হোসাইনসহ ফ্রান্স জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেনসহ আরও অনেকে। ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপদেষ্টা ওয়াহিদ ভার তাহের, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ও জালালাবাদ উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নুরুল আবেদীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আঙ্গুর আলম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, ট্রেজারার আজাদ মিয়াসহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, সদস্য শুনা মিয়া প্রমুখ। এই ফ্লাইট আয়োজনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেনু মিয়া। এদিকে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে যাওয়া বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের ফরাসি সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।