যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন :এফবিআই

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীন সরকারের গুপ্তচরগিরি ও চৌর্যবৃত্তি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য 'দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি' হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত বু্যরো এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সংবাদসূত্র :বিবিসি ঘণ্টাখানেকের ওই বক্তৃতায় রে বলেন, 'বেইজিং এখন বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের দিকে নজর দিয়েছে, তাদের জোর করে দেশে ফেরাতে চেষ্টা করছে।' চীন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রান্ত গবেষণাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও এফবিআইয়ের এ পরিচালক অভিযোগ করেন। তিনি বলেন, 'প্রয়োজনে যেকোনো উপায়ে বিশ্বের একমাত্র পরাশক্তি হতে চীন তার সমগ্র রাষ্ট্রকে কাজে লাগাচ্ছে।' বক্তৃতায় রে বিভিন্ন বিষয়ে চীনের হস্তক্ষেপ, তাদের বিস্তৃত অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, তথ্য ও অর্থ চুরি, বেআইনি রাজনৈতিক কর্মকান্ড এবং ঘুষ ও বস্ন্যাকমেইলের মাধ্যমে মার্কিন নীতিতে প্রভাব বিস্তারের নানান অভিযোগ হাজির করেন। তিনি বলেন, 'আমরা এমন একপর্যায়ে পৌঁছেছি যে, এফবিআইকে এখন প্রতি ১০ ঘণ্টায় একটি করে চীন সংক্রান্ত কাউন্টার ইন্টিলিজেন্স মামলা খোলা লাগছে। এখন প্রায় ৫ হাজারের মতো কাউন্টার ইন্টিলিজেন্স মামলা সক্রিয় আছে, এর অর্ধেকই চীন সংক্রান্ত।'