ভারতে আক্রান্ত আরও প্রায় ২৩ হাজার

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছেই। গত কয়েকদিনে টানা ২০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার একদিনেই নতুন করে আরও প্রায় ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সংবাদসূত্র :এনডিটিভি ফলে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখের কাছাকাছি পৌঁছে গেছে। তবে একই সঙ্গে সুস্থতার হারও বাড়ছে দেশটিতে। গত একদিনে ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে সাড়ে চার লাখের বেশি মানুষ। অর্থাৎ ৬১ দশমিক ৫৩ ভাগ মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৪৮২ জনের মৃতু্য হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ হাজার ৬৪২ জন। ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ২ লাখ ৬৪ হাজার ৯৪৪টি। এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে।