সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট জেইর বোলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত যাযাদি ডেস্ক মহামারির সংকটকে শুরু থেকেই উপেক্ষা করে আসা ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যিনি বলেছিলেন, 'কিছু মানুষ মরবেই, এটাই জীবন'। জ্বরসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো সোমবার চতুর্থবারের মতো তার নমুনা পরীক্ষা করান। তাতে তার করোনাভাইরাস পজিটিভ আসে। করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারির শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন তিনি, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে। ভাইরাস ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্বের নিয়ম মানা এবং লকডাউনের বিরোধিতা করে আসা বোলসোনারো তার দেশের বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স চীনে ভূমিধসে চাপা ৯ জন যাযাদি ডেস্ক চীনের কয়েকটি অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পর হুবেই প্রদেশ ভূমিধসে নয়জন চাপা পড়েছেন। বুধবার ভোররাতে হুবেইয়ের হুয়াংমেই কাউন্টিতে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে দেশটির পিপলস ডেইলি সংবাদপত্র জানিয়েছে। চাপা পড়া লোকদের উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ১৯৬১ সালের পর চলতি বছরের ১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত হুবেই, আনহুই, ঝেজিয়াং ও চোংকিংয়ে বছরের এই সময়কালের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সংবাদসূত্র : বিবিসি