করোনার থাবা

নাকাল ভারতে আক্রান্ত আরও ২৫ হাজার

টিকা না এলে সবচেয়ে ক্ষতি দেশটির : এমআইটি

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ২৫ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নতুন করে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৭৯। ফলে এখন পর্যন্ত সাত লাখ ৭২ হাজারের বেশি লোক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ এরই মধ্যে দেশটিতে চার লাখ ৭৭ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে। ভারতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি লোকের মৃতু্য হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে আরও ৪৮৭ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতু্য সবচেয়ে বেশি দেখেছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত দুই লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে মৃতু্য হয়েছে ৯ হাজার ৪৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে ছয় হাজার ৬০৩ জনের। অন্যদিকে, একদিনে মৃতু্য হয়েছে ১৯৮ জনের। মহারাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের বেশিরভাগই মুম্বাইতে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, রাজধানী দিলিস্নতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ছাড়িয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছে প্রায় ৭৮ হাজার রোগী। দিলিস্নতে বর্তমানে করোনায় আক্রান্ত ২৩ হাজারের বেশি। গুজরাট ও তামিলনাড়ুতেও সংক্রমণ বাড়ছে। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত লাখ পার হয়েছে। টিকা না এলে সবচেয়ে ক্ষতি ভারতের : এমআইটি এদিকে, করোনাভাইরাসের কার্যকর কোনো টিকা আবিষ্কৃত না হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে ভারত। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা 'ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'র (এমআইটি) গবেষকদের করা এক জরিপে। এমআইটির জরিপে বলা হয়, কমার সম্ভাবনা তো নেই-ই, বরং এভাবে চলতে থাকলে আগামী ফেব্রম্নয়ারি মাসে ভারতে দিনে দুই লাখ ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হবে বলে মনে করা হচ্ছে। এমআইটির হাজগির রাহমানন্দ, টিওয়াই লিম ও জন স্টেরমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দিনে ৯৫ হাজার ৪০০ নতুন সংক্রমণের ঘটনা ঘটবে। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত হবে দক্ষিণ আফ্রিকা ও ইরানে।