ভারতের কুখ্যাত সন্ত্রাসী সেই বিকাশ দুবে গ্রেপ্তার

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি মাসের প্রথমদিকে ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় জড়িত বলে কথিত কুখ্যাত সন্ত্রাসী সেই বিকাশ দুবেকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই ঘটনার পর পাঁচ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন দুবে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদসূত্র : বিবিসি রাজ্যটির উজ্জয়িনী এলাকার মহাকাল মন্দির থেকে প্রার্থনা সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। সড়ক পথে প্রায় ৭০০ কিলোমিটার ভ্রমণ করে উজ্জয়িনীতে গিয়েছিলেন দুবে। তার আগে পাঁচ দিন ধরে ভারতের চারটি রাজ্যজুড়ে তাকে তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। গত শুক্রবার ভোররাতে উত্তরপ্রদেশের কানপুরে ৬০ মামলার আসামি বিকাশকে ধরতে তার গ্রামে যায় পুলিশের একটি দল। সেখানে রাস্তার ওপর বুলডোজার ফেলে আগেই রাস্তা বন্ধ করে রেখেছিল বিকাশের সহযোগীরা। পুলিশ গাড়ি থেকে নেমে গ্রামে ঢোকার মুখে তিন দিক থেকে তাদের ওপর গুলি শুরু করে বিকাশের বাহিনী। এতে একজন ডেপুটি পুলিশ সুপারসহ আট পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকেই বিকাশকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে পুলিশ।