সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
হংকং ইসু্য বন্দিবিনিময় চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া যাযাদি ডেস্ক চীনের নতুন নিরাপত্তা আইনের কারণে হংকংয়ের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এছাড়া অস্ট্রেলিয়ায় থাকার হংকংয়ের বাসিন্দাদের জন্য ভিসার মেয়াদও বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমনটি জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, চীনের নতুন আইন হংকংয়ের স্বতন্ত্র আইনকে খাটো করেছে। বেইজিং হংকংয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেছেন মরিসন। তিনি বলেন, হংকংয়ের বাসিন্দাদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে দেয়া হয়েছে। এ সময় হংকংয়ের বাসিন্দাদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার ইঙ্গিতও দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লাখের বেশি হংকংয়ের নাগরিক পড়ালেখা এবং কাজের জন্য বসবাস করেন। নতুন নিরাপত্তা আইনের কারণে কানাডা এবং যুক্তরাজ্যও হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল করেছে। এদিকে, হংকংয়ে শিক্ষার্থীদের যেকোনো ধরনের রাজনৈতিক স্স্নোগান, ক্লাস বর্জন, এমনকি রাজনৈতিক গান গাওয়াও নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদসূত্র : বিবিসি মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর মৃতু্য যাযাদি ডেস্ক মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালীন অসুস্থ হওয়ার পর মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন পার্টির প্রার্থী মনোনীত হয়েছিলেন ৬১ বছর বয়সী এই রাজনীতিক। ফ্রান্সে দুই মাস ধরে হার্টের চিকিৎসার পর সদ্যই দেশে ফিরিছিলেন তিনি। গোন কুলিবালির মৃতু্যতে পুরো দেশ শোকগ্রস্ত বলে জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে উয়েতারা। তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন না, উয়েতারা এমনটি জানানোর পরই কুলিবালিকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল ক্ষমতাসীন দল। উয়েতারা জানান, মন্ত্রিসভার বৈঠক চলাকালে অসুস্থবোধ করায় কুলিবালিকে হাসপাতালে নেয়া হয়েছিল, পরে সেখানেই তার মৃতু্য হয়। তার মৃতু্যতে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০১২ সালে গোন কুলিবালির হার্ট ট্রান্সপস্নান্ট করা হয়েছিল। চলতি বছরের ২ মে চিকিৎসার জন্য প্যারিস গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার দেশে ফিরেছিলেন তিনি। সংবাদসূত্র : বিবিসি স্স্নোভেনিয়ায় পোড়ানো হলো মেলানিয়ার মূর্তি যাযাদি ডেস্ক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্স্নোভেনিয়ার সেভনিকা শহরের কাছে তার আদলে তৈরি কাঠের মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে। গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দেশের ঐতিহাসিক ভাস্কর্য বা স্মারক যারা উপড়ে ফেলছে, কিংবা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিক ওইদিনই মেলানিয়ার মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করেছেন এর আর্থিক যোগানদাতা মার্কিন শিল্পী ব্রাড ডাউনি। এই শিল্পী পরের দিন স্থানীয় পুলিশের সহায়তায় পুড়ে যাওয়া মূর্তিটি সরিয়ে নেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মেলানিয়ার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৯ সালের জুলাইয়ে এই মূর্তিটি উদ্বোধন করা হয়। স্স্নোভেনিয়ায় বেড়ে উঠেছেন মেলানিয়া, যখন দেশটি যুগোস্স্নাভিয়ার অংশ ছিল। এই স্স্নোভেনিয়ান মডেল ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে যান অভিবাসী হয়ে। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেভনিকা পর্যটকদের টানতে থাকে। মেলানিয়ার ছোটবেলার জীবন নিয়ে কৌতূহল মেটান পর্যটকরা। স্স্নোভেনিয়ায় কেবল মেলানিয়ার নয়, ট্রাম্পের মূর্তিও তৈরি হয়েছিল গত বছরের আগস্টে। রাজধানী লুবিয়ানার পূর্ব দিকে প্রায় ৮ মিটার উচ্চতার মূর্তিটি গত জানুয়ারিতে পুড়িয়ে দেয় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। সংবাদসূত্র : রয়টার্স কাশ্মীরে গুলিতে বিজেপি নেতাসহ নিহত ৩ যাযাদি ডেস্ক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতাসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার উত্তর কাশ্মীরের বান্দিপোড়া জেলায় ঘটনাটি ঘটেছে। হত্যাকান্ডের এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিজেপির সাবেক জেলা প্রধান ওয়াসিম বারি, তার বাবা ও ভাইকে গুলি করে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা। হামলার সময় তিন জনই তাদের নিজেদের দোকানে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন সরকার গত বছর মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন প্রত্যাহার করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। হামলার পর ওয়াসিম বারির ১০ নিরাপত্তা রক্ষীর সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার জানিয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স