সিঙ্গাপুরে ভোট

ক্ষমতাসীনরাই জয়ী তবে ভোট বেড়েছে বিরোধীদের

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৩তম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন 'পিপলস অ্যাকশন পার্টি' (পিএপি)। তবে বিরোধী দল ওয়ার্কার্স পার্টি (ডবিস্নউপি) ছোট হলেও ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। সংবাদসূত্র :বিবিসি, গার্ডিয়ান শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন পিএপি ৯৩টি আসন পেয়েছে। আসনের হিসাবে ৮৯ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে দলটির পপুলার ভোট কমেছে ৬১ শতাংশ। আর দেশটির একমাত্র বিরোধী দল ওয়ার্কার্স পার্টি (ডবিস্নউপি) পেয়েছে ১০টি আসন। গত নির্বাচনে দলটি ছয়টি আসন পেয়েছিল। স্বাধীনতার পর দলটি এবারই সবচেয়ে বেশি আসনে জয় লাভ করল। ভোট গণনা শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, 'আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। জনগণের সমর্থন পেয়েছি। যদিও পপুলার ভোটের শতাংশ খুব একটা বেশি না।'