ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতু্য ১৬

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে আচমকা বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আরও ২৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির সরকারি কর্মকর্তা বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিত্র জাতি বলেন, 'ন্যাশনাল সার্চ ও রেসকিউ এজেন্সির দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, ১৬ জন মারা গেছেন। এ ছাড়া আমরা নিখোঁজ আরও যে ২৩ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছিলাম, তাদের কারোরই এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।' সুলাওয়েসির নর্থ লুউ জেলার কর্মকর্তা ইনদাহ পুত্রি ইন্দ্রিয়ানি বলেন, গত সোমবার সন্ধ্যা থেকে বন্যা শুরু হয়। টানা প্রবল বৃষ্টিতে অন্তত তিনটি নদী পস্নাবিত হলে বন্যার সূত্রপাত হয়। বন্যার পানিতে কাদা এবং অন্যান্য বস্তুতে রাস্তা ও বাড়িঘর ভরে গেছে। বিমানবন্দরও পস্নাবিত হওয়ার ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে।