নির্দিষ্ট দিনেই হবে মার্কিন নির্বাচন

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট ভোট পিছিয়ে দেওয়ার যে চিন্তা-ভাবনা ডোনাল্ড ট্রাম্প করছেন, তাতে বাধ সেধে তার উপদেষ্টারাই বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন পরিকল্পনা মাফিক ৩ নভেম্বরেই অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডোস সিবিএস-এর 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে বলেন, মেইল-ইন ভোট ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স মেডোসের মতো একই সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের উপদেষ্টা জ্যাসন মিলারও। 'ফক্স নিউজ সানডে' অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ৩ নভেম্বর নির্বাচন হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও চান ৩ নভেম্বরে নির্বাচন হোক।' ডাকযোগে ভোটিং ব্যবস্থায় জালিয়াতি এবং ভুল ফল আসতে পারে উলেস্নখ করে ট্রাম্প গত বৃহস্পতিবার নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছিলেন। মানুষের ভোট দেওয়ার 'যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ' পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচনে দেরি করতে বলেছিলেন তিনি। তার ওই প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেন কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকানরাও। পরে বৃহস্পতিবার বিকালেই হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তিনিও নির্বাচন স্থগিতের পক্ষে নন। তবে ডাকযোগে ভোটে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।