টিকটক বিক্রির অর্থের ভাগ চান ট্রাম্প

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন অপারেশন কেনাবেচার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, কোনো আমেরিকান ফার্ম যদি টিকটকের মার্কিন ইউনিট কিনে নেয়, তবে এই অ্যাপসটির বিক্রয়কৃত অর্থের একটি অংশ সরকারের পাওয়া উচিত। সংবাদসূত্র : রয়টার্স সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, চীনের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটির মার্কিন অপারেশন কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাবে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, মাইক্রোসফট প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি টিকটক বিক্রির অর্থের একটি অংশ দাবি করেছেন। গত রোববার মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।