দুই মেয়েসহ আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার একদিন পরই দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও তার দুই মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার এক টুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন ইয়েদুরাপ্পা। টুইটে ইয়েদুরাপ্পা লেখেন, 'আমি করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। যদিও ভালো আছি, তবুও চিকিৎসকদের পরামর্শে আগাম সতর্কতা হিসেবে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সম্প্রতি যারা আমার কাছাকাছি এসেছিলেন তাদের সতর্ক ও সেল্ফ আইসোলেশনে থাকার অনুরোধ করছি।' জুলাইয়ের শুরুর দিকে ইয়েদুরাপ্পার কার্যালয়ের কয়েকজন কর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। সেই সময় ইয়েদুরাপ্পা বলেন, 'কার্যালয়ের কিছু কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আমি আগামী কয়েকদিন বাড়ি থেকেই আমার কাজকর্ম চালাচ্ছি।' এর আগে গত মাসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও করোনায় আক্রান্ত হন। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদসূত্র : এনডিটিভি